বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বিতর্ক প্রতিযোগিতায় জয়ী শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:১১ পিএম আপডেট: ০৩.০৯.২০২২ ৭:১৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আন্তঃ ক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। এ প্রতিযোগিতায় ফাইনালে অংশগ্রহণ করে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‍‌‍‌‌“এই সংসদ মনে করে যে, শিক্ষা অর্জনে অনলাইন পাঠদান নয়, শ্রেণিকক্ষের পাঠদানই অধিক কার্যকর”। সরকারি দলে ছিল শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ এবং বিরোধী দলে ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। 
 
আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে হারিয়ে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল এম ইমরান হামিদ এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার, ৪৬স্বতন্ত্র পদাতিক বিগ্রেড, ঢাকা সেনানিবাস সভাপতি, স্কুল পরিচালনা পর্ষদ।

বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেনারেল এম ইমরান হামিদ। পরিশেষে আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝