১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শেষ হয়েছে আজ।
বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীরা যেন আরও জানতে পারে, তার ত্যাগ-সংগ্রামের গল্প যেন প্রতিটা বাঙালি হৃদয়ে ধারণ করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই বঙ্গবন্ধু বইমেলার আয়োজন করেছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।
রোববার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু বইমেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহ-সভাপতি তিলোত্তমা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ নিশিসহ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।
প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও দেখা যায় বইমেলায় শিক্ষার্থীদের সমাগম। তিতুমীর কলেজের বাংলা বিভাগের ছাত্র মুহিতুল বলেন, আমি কালকেও উপন্যাসের বই কিনেছি। আজ আবার বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই কিনলাম। আমার খুব ভাল লাগছে যে, আমার কলেজে বঙ্গবন্ধুকে নিয়ে বইমেলা হচ্ছে। প্রতি বছর যদি এইধারা বজায় থাকে তাহলে আমরা অনেক কিছু জানতে পারব এবং উপকৃত হবো।
শেষ দিনেও দেখা যায় ক্রেতারা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে।
বঙ্গবন্ধু বইমেলার বিক্রেতা রিপন বলেন, প্রথম দিনের মত আজও বঙ্গবন্ধুকে নিয়ে বইগুলোর প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছে শিক্ষার্থীরা। আমাদের অধিকাংশ ক্রেতায় যেহেতু তিতুমীর কলেজের শিক্ষার্থী, তাই আজ কলেজ বন্ধ থাকায় কালকের অনুযায়ী বিক্রি একটু কম হচ্ছে।
প্রতিবছর যদি ১৫ আগস্ট উপলক্ষে এই তিতুমীর কলেজের মত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন বমেলার আয়োজন করা হয় তাহলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে আরো জানতে পারবে এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়ব বলে জানান অভিভাবকরা।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com