আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় রূপালী ব্যাংক লিমিটেডের ৪র্থ উপশাখা হিসেবে অষ্টগ্রাম উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, ময়মসিংহের বিভাগীয় প্রধান মো. নোমান মিয়া, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর- রশিদ, উপজেলা আওয়মী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোজতাবা আরিফ খান, ব্যাংকের ডিজিএম সৈয়দ মো. মঞ্জুর মোর্শেদ আলী, মো. মুক্তার হোসেন ও মো. শাহিদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com