বুধবার ২৯ নভেম্বর ২০২৩
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যাবসায়ী আটক
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৭:২৪ পিএম
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যাবসায়ী আটক

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যাবসায়ী আটক

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকার হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ হাসান (২০) কে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে বারোটার টার দিকে কুষ্টিয়ার কুমারখালী ‍উপজেলার বঙ্গবন্ধু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ২৯২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লক্ষ ২০ হাজার টাকা।

আটক মোঃ হাসান রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর এলাকার আশরাফ আলী ছেলে।  র‌্যাবের দাবী উজ্জল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। সে দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদকের ব্যাবসা চালিয়ে আসছিলো।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, (১৩ আগষ্ট)  শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বঙ্গবন্ধু চত্বর এলাকায় , র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি আভিযানিক দল । সে সময় মোঃ হাসানকে আটক করে র‌্যাব। এসময় তাকে তল্লাশি করে  ২৯২ গ্রাম হিরোইন  জব্দ করা হয়।

পরে র‌্যাবে পক্ষ থেকে কুমারখালী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝