জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী গতকাল শুক্রবার সারাদেশে পালিত হয়েছে। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। তার জন্মদিন উদযাপন উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের জানিয়েছেন বিস্তারিত।
রাজশাহী : রাজশাহীতে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘শহিদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক উল্লেখ করে বলেন, আজকের আলোচনা সভার মূখ্য উদ্দেশ্য শেখ কামালের জীবন থেকে আমাদের যুবসমাজ কী শিখবে, কী জানবে, কেন তাঁকে অনুসরণ করবে, তাঁর প্রতি আমাদের কি দায়বদ্ধতা আছে তা জানা এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা।রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. মো: আব্দুল মান্নান, নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ অলীউল আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
কুমিল্লা : কুমিল্লায় নানা আয়োজনে আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়ার অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরন করা হয়েছে। পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, কুমিল্লা সিটির প্রধান নির্বাহী ডক্টর শফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান রোমেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি : রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপনে গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ শেখ কামাল যুব সমাজের অহংকার। খেলাধুলায়, সাংস্কৃতিক এবং দেশপ্রেমে তিনি যে অবদান রেখেছেন তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু তৎকালীন দেশ বিরোধী অপশক্তি জাতির পিতাসহ তাঁর পরিবারবর্গকে হত্যার মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের বিরুদ্ধে নানারকম প্রপাগান্ডা ছড়ায়। এখনি উপযুক্ত সময় এসব অসত্যর বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যকে প্রকাশ করা।এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন অতিথিরা।জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাঙামাটি সদর সার্কেল জাহিদুল ইসলামসহ প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন।
পাঁচবিবি : জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারুফ আফজাল রাজন।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা, দলীয় জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
রাণীনগর : নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, রাণীনগর মহিলা (অনার্স) কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার পারভীন সহ আরও অনেকেই।
নেত্রকোনা : নেত্রকোনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মোক্তারপাড়া মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক।
মেহেরপুর : মেহেরপুরে নানা আয়োজনে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিষ্ঠিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আহম্মেদ, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ১০ টায় শেখ কামালের জীবনী নিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। শেখ কামালের জন্ম ঘিরে মেহেরপুরের জেলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
বগুড়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী দযাপন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, চারা বিতরণ ও বৃক্ষরোপণ, ফুটবল খেলার আয়োজন করে। শুক্রবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্ত্বরে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়ার সর্বস্তরের জনগণ। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া হলে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার সিআইডির পুলিশ সুপার কাউছার শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সমাজ সেবা অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক আবু সাইদ মোহাম্মদ কাওছার রহমান, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য অ্যাড. নরেশ মুখার্জি, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম মিল্লাত হোসেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া বগুড়া জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ও স্কুল কলেজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান-সহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর : শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তারুণ্যের অহংকার। ছিলেন বহু প্রতিভার অধিকারী একজন সৃষ্টিশীল মানুষ। তার সৃজনশীল প্রতিভা আজকের বাংলাদেশের লক্ষ-কোটি তরুণের জন্য প্রেরণা। তার বহুমুখী প্রতিভায় সকলকে আলোকিত হতে হবে। তিনি বলেন, শেখ কামাল যিনি স্বপ্ন দেখতেন ফুটবল, হকি কিংবা ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে এক পরাশক্তি হিসেবে আবির্ভূত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তবে সে স্বপ্ন দেখেই তিনি ক্ষান্ত হননি। সেই লক্ষ্য রচনা করেছেন প্রায়োগিক নীতিমালা আর আমূল পরিবর্তন এনেছিলেন সবক্ষেত্রেই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সূর্যসন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান ও গাছের চারা বিতরণ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২জন প্রশিক্ষিত যুবকে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ এবং ২শ টি ফলজ ও বজন গাছের চারা বিতরণ করেন ইকবালুর রহিম এমপি। এরপর দোয়া অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন প্রমুখ।
গাইবান্ধা : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার গাইবান্ধায় পৌরপার্কে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকালে শহরের পৌরপার্কের শহীদ স্মৃতিস্তম্ভে অবস্থিত শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা শরীফুল আলম, সহকারি কমিশনার ভুমি (সদর) রেজাউল ইসলাম, এনডিসি হৃদয় আহমেদ জুয়েল, সহকারি কমিশনার মৌমিতা গুহ ইভা ও জান্নাতুল ফেরদৌস উর্মি।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (৫ আগস্ট) শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় স্থানীয় সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্টেডিয়াম ভবন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে সারাদেশের মত বিভাগীয় নগরী রংপুরেও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রংপুর টাউনহল চত্বরে সাহিত্যমঞ্চে অস্থায়ী প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠনগুলো। পরে টাউন হল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ইব্রাহিম খান।বিশেষ অতিতি ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফিসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে ফলজ-বনজ ঔষধি গাছের চারা ও চেক বিতরণ করা হয়। সবশেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ পরিবারের শহীদ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।