শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
চিকিৎসার জন্য উড়াল দিচ্ছেন সোহান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৫:৫৬ পিএম
চিকিৎসার জন্য উড়াল দিচ্ছেন সোহান

চিকিৎসার জন্য উড়াল দিচ্ছেন সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়া নুরুল হাসান সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) এই খবর নিশ্চিত করেছেন সোহান নিজেই। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, 'সিঙ্গাপুর যাবো। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হবো।'  

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি হাসান মাহমুদের বলে আঙুলে আঘাত পান সোহান। পরবর্তী ম্যাচ শেষে এক্স-রেতে দেখা যায় নুরুল হাসান সোহানের বাঁ-হাতের তর্জনিতে চিড়।

এ জন্য সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন জিম্বাবুয়ে সিরিজে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তর্জনির হাড়ে চিড় ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহান।

বিসিবির মেডিকেল টিমের সিদ্ধান্তে তড়িঘড়ি করেই দেশটিতে যাওয়ার লক্ষ্যে ভিসার জন্য আবেদনও করেছেন এই ক্রিকেটার। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেবেন তিনি।

এই ক্রিকেটারের চাওয়া আসন্ন এশিয়া কাপের আগেই পুরো ফিট হয়ে ওঠা। চলতি মাসের ২৭ আগস্ট দুবাইতে শুরু হবে এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই বছর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে টাইগাররা। এরপরই ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝