টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত একজন।
শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে মির্জাপুরের জামুর্কিতে মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহনের সংঘর্ষে দুইজন এবং সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঘাটাইলের কদমতলী এলাকায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাটোর জেলার হাফিজুর (৩৫) ও তার চাচাতো ভাই আরিফুল ইসলাম (৩৬)।
গোড়াই হাইওয়ে পুলিশের এসআই বেল্লাল হোসেন জানান, তারা দুই ভাই ঈদে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় আরিফুলকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।
ঘাটাইল থানার এসআই বলেন, কদমতলীতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। তবে তার অবস্থা গুরুতর। এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com