মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
লংকায় দুঃসংবাদ পেল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১২:০৫ পিএম
লংকায় দুঃসংবাদ পেল পাকিস্তান

লংকায় দুঃসংবাদ পেল পাকিস্তান

শ্রীলংকার রাজধানী কলম্বোয় পা রেখেই বড় দুঃসংবাদের মুখে পড়ল টিম পাকিস্তান। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির স্টাফ মালাং আলী। তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের ম্যাসাজ সেবা দেওয়ার কাজ করেন।

বুধবার ৬ জুলাই দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ১৩ সদস্য নিয়ে পাকিস্তান ক্রিকেট দল পৌঁছে শ্রীলংকায়। 

শ্রীলংকার নিয়ম অনুসারে বর্তমানে তাকে পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে। শেষ দিন আবারও র‍্যাপিড এন্টিজেন পদ্ধতির করোনা পরীক্ষা করা হবে তার। সেই টেস্টে নেগেটিভ এলেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

লংকান মুল্লুকে পা দেওয়ার পরই করোনা পরীক্ষা করা হয় পুরো দলের। সেখানেই মেলে এই দুঃসংবাদ। দলের বাকি সদস্যরা অবশ্য করোনামুক্তই আছেন এখন পর্যন্ত। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

১৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে মার্চে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলা সেই দলের প্রায় সবাই আছেন এ সফর।

আজ শুক্রবার কলম্বোয় পাকিস্তান দল অনুশীলন শুরু করবে। আগামী ১১ থেকে ১৩ জুলাই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৬ জুলাই গলে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবে দল দুটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝