নোয়াখালীর চাটখিলে পূর্ব শত্রুতার জের ধরে আবদুর রহিম পারভেজ (২৬) নামে এক ওমান প্রবাসীকে হামলা করে স্বর্ণ ও নগদ অর্থ লুট করেছে প্রতিপক্ষরা।
গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জমদ্দার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আবদুর রহিম পারভেজ হীরাপুর আবদুর গফুরের ছেলে। তিনি ওমান থেকে জুলাই মাসের শুরুতে বাংলাদেশে এসেছিলেন।
ঘটনায় হামলাকারী হিসেবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের আবদুল হালিমের ছেলে মো. তুষারের নেতৃত্বে হামলার অভিযোগ উঠে।
এ ঘটনায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রবাসী রহিম জানান, প্রতিবেশী তুষারের সঙ্গে তার পারিবারিক সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে গত বুধবার রাতে তুষারসহ অজ্ঞাত লোকজন জমদ্দার বাড়ীর সামনে থাকা দোকানে অতর্কিত হামলা, মারধর ও লুটপাট করে। এসময় আমার হাতের মোবাইল ফোন ভেঙ্গে ফেলে গরু কেনার ৮০ হাজার টাকা লুটকরে নেয়। এছাড়াও ঘটনার বিষয় বাড়াবাড়ি করলে বা আইনের আশ্রয় নিলে আমার ব্যবহৃত মোটর সাইকেলে আগুন লাগানো ও আরও মারধরসহ খুন জখমের হুমকি দেওয়া হয়। ।
এ বিষয়ে চাটখিল থানার ওসি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com