বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিনের জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক
|
![]() বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন স্বদেশ প্রতিদিন পরিবার এসময় তাঁর বন্ধু-শুভান্যুধায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বদেশ প্রপার্টিসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্বদেশ প্রতিদিন পরিবার উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে জন্মদিনের এক বিশালাকার কেক কাটেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন স্বদেশ প্রোপার্টিসের এমডি ছাড়াও একাধারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, বারিধারা কর্পোরেশন লিমিটেড ও বারিধারা অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং লিমিটেড-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন একজন সামাজিক ও মানবিক গুনসম্পন্ন মানুষ। ব্যবসা এবং রাজনীতির পাশাপাশি তাঁকে বিভিন্ন সময় মানবিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়। করোনাকালীন সময়েও নিজের জীবন বিপন্ন করে অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন মো. ওয়াকিল উদ্দিন। রাজধানীর বিভিন্ন বস্তি এবং এতিমখানার বাচ্চারা যেন দুবেলা দুমুঠো খেতে পারে তার জন্য পর্যাপ্ত সহায়তা করে গেছেন। শনিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক সহকর্মীবৃন্দ। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় স্বদেশ প্রতিদিন পরিবার। এ সময় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো. মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন স্বদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |