পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ব্যাপক কর্মসূচি
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
|
![]() পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ব্যাপক কর্মসূচি পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গৃহীত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কেক কাটা, মিষ্টি বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠান। গতকাল বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অফিসে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর অফিস চত্ত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, বান্দরবানে কোন সরকারি অফিসের সম্মুক্ষে এই প্রথম ভাস্কর্য নির্মিত। সকালে অফিস প্রাঙ্গণে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিতে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার স্মরণে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে রাখতে অফিস কম্পাউন্ডে ফলজ গাছ রোপণ করা হয়। এই দিনটিকে আরো স্মরনীয় করে রাখতে অফিস সম্মুখে ট্যুরিস্ট পুলিশের অফিসার্স-ফোর্স নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়। অফিস কম্পাউন্ড থেকে মেঘলা তালুকদার পাড়া বাজার পর্যন্ত বর্ণ্যাঠ র্যালি বের করা হয় এবং র্যালি শেষে ট্যুরিস্টদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আজকের দিন সম্পর্কে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আজ দিনটি সারা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। ২০১৫-১৬ সালে মুন্সিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন পদ্মা সেতুর নিরাপত্তার সার্বিক দায়িত্বে লৌহজং থানায় বেশিরভাগ সময় ব্যয় করেছি। এই ঐতিহাসিক দিনে নিজের কিছুটা হলেও পদ্মাসেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকতে পেরে গর্ববোধ করছি। এসময় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের সহকারি পুলিশ সুপার, ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |