দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাষবিক নির্যাতণে হত্যার অভিযোগ
মোয়াজ্জেম হোসেন মালদার ফেনী
|
![]() দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাষবিক নির্যাতণে হত্যার অভিযোগ ফেনীর দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়ন নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাহুল মালিয়াত আফরা (৬) নামে প্রাক প্রাথমিক শ্রেণীর এক শিশুকে পাষবিক নির্যাতনের পর ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ২৫ জুন শনিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মরদেহ উদ্ধার করে দাগনভূঞা থানার পুলিশ। নিহত ওই শিশু শিক্ষার্থী স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। শিশুটির ফুফু তোহরা আক্তার বিউটি জানান,আমাদের বাড়ীর পাশেই বিদ্যালয়। সকালে বিদ্যালযে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। নিদৃিষ্ট সময়ে বাড়িতে না ফেরার কারণে স্কুলে আসেন শিশুটির মা। এরপরে অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন কবরস্থানের ঝোপের ভেতর কে বা কাহারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। উক্ত ঘটনায় স্থানীয় অভিভাবকগন ও বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অপরাধিকে সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, অত্র ইউনিয়নে এমন জঘন্য অপরাধ জনিত ঘটনার সাথে যেই জড়িত হোক তাকে উপযুক্ত শাস্তি পেতে সর্বাত্নক সহযোগিতা করা হবে। এ হত্যাকান্ড মেনে নেয়া যায়না। দাগনভূঞা ও সোনাগাজীর থানার এসপি সার্কেল মাশকুর রহমান পিপিএম ও দাগনভূঞা থানার ওসি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং সঠিক তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তারা জানান। প্রাথমিক ধারণামতে পাশবিক নির্যাতনের পর হত্যার কারণ হতে পারে বলে জানান তিনি। তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করা হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |