চান্দিনায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
রফিকুল ইসলাম, কুমিল্লা
|
![]() চান্দিনায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাড়িখোলা কাঁচা বাজারের সামনে থেকে ডাকাতির প্রস্তুতকালে ২ ডাকাত আটক। শুক্রবার (২৪ জুন) রাত আনুমানিক ২:৪০ মিনিটের সময় এক গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার মোবাইল -৪ অফিসার এসআই জিয়াউর রহমান এবং থানার ডাকাত প্রতিরোধ টিম এর এএসআই মোস্তফা কামাল এর টিম এর সহায়তায় চান্দিনা উপজেলার হাড়িখোলা কাঁচা বাজারের সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহারং গ্রামের এরশাদের ছেলে মোঃ হাছান( ২২) ও একই গ্রামের শাহজাহান এর ছেলে মোঃ ইমন হোসেন(২০) কে আটক করে। তাদের সাথে থাকা ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়। আসামিদের কাছে থেকে দুইটি সুইচ গিয়ার চাকু,একটি চাইনিজ কুড়াল এবং একটি ছেনি জব্দ করা হয়।তাহারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানায়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান,আসামিদের বিরুদ্ধে নিয়মিত ডাকাতি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |