গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুর প্রতিনিধি
|
![]() গাজীপুরে ঝুটের গুদামে আগুন গাজীপুরের মহানগরীরকোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২৫জুন) দুপুর ২টার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশে থাকা আরো ৮টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে,পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর থেকে দুইটি ও কাশিমপুরের ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট নিয়ন্ত্রণে এক যুগে কাজ করে। গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, দুপুর ২টার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |