ত্রাণ নিয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে তিতুমীর কলেজ ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক
|
![]() ত্রাণ নিয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে তিতুমীর কলেজ ছাত্রলীগ শুক্রবার (২৪ জুন) নেত্রকোনার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তারা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা ও সুনামগঞ্জের উদ্দেশ্যে সরকারি তিতুমীর কলেজ থেকে ট্রাক ভর্তি খাদ্যসামগ্রী নিয়ে রওনা হন তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫ জনের একটি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল। তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, আমরা নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলাতে খাদ্য সহায়তা দেবো। এর আগে আমরা কলেজে বুথ বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা তুলেছি। আমাদের দলের নেতাকর্মীরাও সহায়তা করেছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবো। সবাইকে আহ্বান জানাবো সিলেটবাসীর এই দু’র্দিনে আপনারাও পাশে দাঁড়ান। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |