রূপগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন
রূপগঞ্জ প্রতিনিধি
|
![]() রূপগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন নিহতের স্ত্রী রুপালি বেগম জানান, আমার ছেলেরা ঢাকায় থাকে। আমি ও আমার স্বামী বাসায় ছিলাম। গতরাত সাড়ে তিনটার দিকে আমাদের বাসায় পাঁচজন ডাকাত দল আমাদের বাসায় ঢুকে। তারা অস্ত্রের মাধ্যমে আমাদেরকে জিম্মি করে সোনাদানা টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার স্বামী ডাকাতদের বাঁধা দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে ডাকাতদল ছুরিকাঘাত করে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |