রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২
রূপগঞ্জ প্রতিনিধি
|
রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ অন্যদিকে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-মদনপুর এশিয়ান হাইওয়ে সড়কে বেঙ্গল সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো-ট ১৮-০২২৪) ধাক্কায় কারিমুল্লাহ নামক এক পথচারী নিহত হয়। নিহত কারিমুল্লাহ ওই উপজেলার পূর্বকালাদি এলাকার সুলতান মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ট্রাক চালক আরিফ(২৪) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রওশনপুর এলাকার আনারুল ইসলামের ছেলে ও হেলপার আল-আমিন (২২) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মামুনপুর এলাকার জালালের ছেলে। এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই ফারুক জানান, পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |