শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
বাহারি রকমের ফল উৎসবে মেতেছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি
তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুন, ২০২২, ১:৪৭ পিএম
বাহারি রকমের ফল উৎসবে মেতেছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

বাহারি রকমের ফল উৎসবে মেতেছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন ঠিক তখনই শান্তি ও সুখের পরশ নিয়ে এসেছে মধুময় জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস হলো বাহারি রঙ বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মাস। 

এমন মধুমাস জৈষ্ঠ্য উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির  আয়োজনে  অনুষ্ঠিত হলো ‘মৌসুমি ফল উৎসব’।

বুধবার (১৫ জুন) সকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ড. এম এ ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে এই উৎসবের আয়োজন করা হয়।

ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা সহ ১০ প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি অতিথি এবং শিক্ষার্থীদের ফল কেটে খাওয়ানো হয়।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো.শাহাদাত হোসেন নিশাদ।  

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শামীম হোসেন শিশির, সাবেক সহ সভাপতি আহমেদ ফেরদৌস খান, ফল উৎসব উদযাপন কমিটির আহবায়ক বিনায়েক রহমান,  সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হাসান, কার্য নির্বাহী কমিটির সদস্য মামুনুর রহমান হৃদয়, শাকিল আহমেদ, সিয়াম মাহমুদ, হাসান সিকদার, ইমরান হোসেন প্রমুখ।

মৌসুমি ফল উদযাপন কমিটির আহবায়ক বিনায়েক রহমান কীর্তি। তিনি বলেন, জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানা ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই ফল উৎসবের আয়োজন।

সভাপতির বক্তব্যে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ বলেন, ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যেকোন ধরণের একটি ফল অবশ্যই থাকা উচিৎ। আমরা তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সাংবাদিকতার পাশাপাশি এমন ব্যতিক্রম আয়োজন করে থাকি এবং সবসময় করবো। বর্তমানে বিভিন্ন ফলের জাত হারাতে শুরু করছে। এমন উৎসবের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে ফলের পরিচিতি বাড়ানো উচিৎ। 
ফল উৎসবে বক্তব্য রাখছেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন নিশাদ

ফল উৎসবে বক্তব্য রাখছেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন নিশাদ

মৌসুমি ফল উৎসব এর উদ্বোধনকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন বলেন, এরকম আয়োজন একসঙ্গে বসে আমরা যখন উপভোগ করি তখন আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। আমি আশা রাখছি এই উৎসবটি আগামী বছর আমরা বড় পরিসরে আয়োজন করতে পারবো।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি প্রতি বছর মৌসুমি ফল উৎসবের আয়োজন করে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝