বিসিএস পরীক্ষায় বসতে না পারা সেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
এইচ এম ইমরান হোসাইন
|
![]() বিসিএস পরীক্ষায় বসতে না পারা সেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু শুক্রবার (৩ জুন) রাত ১২ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীর ভাই শিমুল হোসেন। দৈনিক স্বদেশ প্রতিদিনকে তিনি বলেন, রাত সাড়ে ১২ টায় নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়েছে। তিনি বলেন, মৃত্যুর পর রাত ৩ টার দিকে হাসপাতাল থেকে আমরা ইমরানকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি যশোরের দিকে রওনা হয়েছি। বাড়িতে পৌঁছাতে আরও এক ঘণ্টা সময় লাগবে। দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে। সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকার দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, খবরটি শোনার পর মনে হচ্ছে আমার নিজের সন্তান মারা গেছে। খুবই কষ্ট হচ্ছে। মেনে নিতে পারছিনা যে এই বয়সে ইমরানের মৃত্যু হবে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অনেক স্বপ্ন থাকে, থাকে অনেক আশা আকাঙ্ক্ষা। সেইসব স্বপ্নগুলো পূরণের আগেই ইমরানের মৃত্যু হলো। এটা আসলেই দুঃখজনক এবং অনেক কষ্টের। তবে মৃত্যুকে মেনে নিতেই হবে। তার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রসঙ্গত, গত ২৭ মে বিসিএস পরীক্ষা দিতে এসে ইমরান তিতুমীর কলেজ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থায় অধ্যাপক রিতা খন্দকারের সহয়তায় ঢামেকে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে নিউরো হাসপাতালের আইসিইউতে ভর্তি করে তার পরিবার। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |