মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

বিসিএস পরীক্ষায় বসতে না পারা সেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
এইচ এম ইমরান হোসাইন
প্রকাশ: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৯:৫৩ এএম | অনলাইন সংস্করণ

বিসিএস পরীক্ষায় বসতে না পারা সেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বিসিএস পরীক্ষায় বসতে না পারা সেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। কেন্দ্র সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকারের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিউরো নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করে তার পরিবার। অবশেষ জীবনের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন ইমরান।

শুক্রবার (৩ জুন) রাত ১২ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীর ভাই শিমুল হোসেন। দৈনিক স্বদেশ প্রতিদিনকে তিনি বলেন, রাত সাড়ে ১২ টায় নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়েছে। 

তিনি বলেন, মৃত্যুর পর রাত ৩ টার দিকে হাসপাতাল থেকে আমরা ইমরানকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি যশোরের দিকে রওনা হয়েছি। বাড়িতে পৌঁছাতে আরও এক ঘণ্টা সময় লাগবে। দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকার দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, খবরটি শোনার পর মনে হচ্ছে আমার নিজের সন্তান মারা গেছে। খুবই কষ্ট হচ্ছে। মেনে নিতে পারছিনা যে এই বয়সে ইমরানের মৃত্যু হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অনেক স্বপ্ন থাকে, থাকে অনেক আশা আকাঙ্ক্ষা। সেইসব স্বপ্নগুলো পূরণের আগেই ইমরানের মৃত্যু হলো। এটা আসলেই দুঃখজনক এবং অনেক কষ্টের। তবে মৃত্যুকে মেনে নিতেই হবে। তার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৭ মে বিসিএস পরীক্ষা দিতে এসে ইমরান তিতুমীর কলেজ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থায় অধ্যাপক রিতা খন্দকারের সহয়তায় ঢামেকে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে নিউরো হাসপাতালের আইসিইউতে ভর্তি করে তার পরিবার।

স্বদেশপ্রতিদিন/ইমরান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও সংবাদ   বিষয়:  বিসিএস পরীক্ষার্থী   ইমরান   তিতুমীর কলেজ   







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।