জবিতে নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসের চক্রাকার সার্ভিস চালু
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ মে, ২০২২, ৮:৩৩ পিএম
জবিতে নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসের চক্রাকার সার্ভিস চালু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসের চক্রাকার সার্ভিস চালু হয়েছে। রবিবার (২৯ মে) বেলা ৩ টায় চক্রাকার বাসটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ,প্রক্টর ড. মোস্তফা কামাল ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিবহন প্রশাসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চক্রাকার বাস সার্ভিস চালু করায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মহফুজ লিমন বলেন, আমাদের জন্য চক্রাকার বাস চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চক্রাকার বাস চালু হওয়াতে এখন আর ক্লাস শেষ করে আমাদের ৪ টা পর্যন্ত বাসের অপেক্ষা করতে হবে না।
চক্রাকার বাস সেবা নিয়ে আরেক শিক্ষার্থী মোঃ আলভী বলেন, এটা ভীষণ প্রশংসনীয় উদ্যোগ, আমরা চাই চক্রাকার বাসের সেবা অব্যাহত থাকুক।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৯ মে) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দ্বিতল বাসটি দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক,বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে আবারো ক্যাম্পাসে ফিরে আসবে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com