পঞ্চগড়ে ইউএনও’র আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে
পঞ্চগড় প্রতিনিধি
|
পঞ্চগড়ে ইউএনও’র আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে একপর্যায়ে ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় ৫ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সহকারী মৌলভী শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অনিয়ম- দুর্নীতির বিচার দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। মৌলভী শিক্ষকের বরখাস্তাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ছাত্রীরা ক্লাসে না যাওয়ার ঘোষণা দেয়। ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম ১৭ মে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এক সপ্তাহের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়। উল্লেখ্য গত ১২ মে ২০২২ তারিখে প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশ পত্রটি সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল ডাকযোগে হাতে পেয়ে হতবাক হন। বিষয়টি জানাজানি হলে ওই দিন থেকেই ছাত্রী ও অভিভাবকরা ফুঁসে উঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |