ময়মনসিংহে ১৪ লিটার সয়াবিন তেলের জন্য ২০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহ প্রতিনিধি
|
![]() ময়মনসিংহে ১৪ লিটার সয়াবিন তেলের জন্য ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ১৪ লিটার সয়াবিন তেল লুকিয়ে রাখার অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। পরে ওই তেল আগের দামে বিক্রি করে দেয়া হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুরে নগরীর মেছুয়া বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের। তিনি বলেন, শুক্রবার দুপুরে নগরীর বড় বাজার, ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পালের দোকানের বিভিন্ন স্থানে লুকানো ১৪ লিটার তেল পাওয়া যায়। এ ঘটনা ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার হওয়া তেল আগের দামে বিক্রি করে দেয়া হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |