ঠাকুরগাঁওয়ে চিকিৎসার নতুন দ্বার উন্মোচন
ঠাকুরগাঁও প্রতিনিধি
|
![]() ঠাকুরগাঁওয়ে চিকিৎসার নতুন দ্বার উন্মোচন শুক্রবার (১৩ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে জমজম টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করা হয়। এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ। ঠাকুরগাঁওয়ে চিকিৎসা সেবার মান আরো একধাপ এগিয়ে নিতে নিউরনে কম খরচে ও গরীব রোগীদের বিশেষ সেবা দিতে ফোর.ডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল ইসিজি,এক্স-রে,ইকো কার্ডিয়োগ্রাফীসহ স্পেশালিস্ট কনসালটেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |