রাণীনগরে দুই মাদক কারবারি কারাগারে
নওগাঁ প্রতিনিধি
|
![]() রাণীনগরে দুই মাদক কারবারি কারাগারে শুক্রবার (১৩ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। আটককৃত মাদক কারবারি রয়েল উপজেলার ভান্ডার গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও রাব্বি কামতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত পারইল বাজার ও তার আশেপাশের এলাকায় মাদকের কারবার করতো। বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই দুইজন পারইল বাজার এলাকায় মাদকের কারবার করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স গিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ মাদক সেবনের অন্যান্য উপকরণ পাওয়া যায়। এরপর শুক্রবার তাদের নামে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, উপজেলাব্যাপী মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং আগামীতেও তা অব্যাহত রাখা হবে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |