সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলা অনুষ্টিত হয়। খেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন অংশ নেবেন। উদ্বোধনী ম্যাচে পিরোজপুর ইউনিয়ন ও বারদী ইউনিয়ন অংশ নেয়। পিরোজপুর ইউনিয়ন ১ ও বারদী ইউনিয়ন ১ গোল করে ড্র হয়। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |