বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
দেশে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ AM আপডেট: ১৮.০৯.২০২১ ১২:২৫ PM
দেশে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

দেশে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ করোনা টিকার একটি চালান ঢাকায় পৌঁছেছে। এর আগে চীন উপহার দিয়েছে প্রথম দফায় ৫ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা দিয়েছে। এছাড়া ৩ জুলাই বাণিজ্যিকভাবে চীন থেকে ক্রয় করা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। পরে ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে আসে ১৭ লাখ টিকা। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আসে আরও ১৭ লাখ ৭০টি টিকা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালনটি গ্রহণ করেন বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা।
 
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, টিকাগুলো সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিশাদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝