শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শিক্ষক-সহপাঠীদের নাম ভুলে গেছেন শিক্ষার্থীরা!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ২:৫০ পিএম আপডেট: ১২.০৯.২০২১ ২:৫৩ PM
শিক্ষক-সহপাঠীদের নাম ভুলে গেছেন শিক্ষার্থীরা!

শিক্ষক-সহপাঠীদের নাম ভুলে গেছেন শিক্ষার্থীরা!

দীর্ঘ ৫৪৪ দিন পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় দেড় বছরের মতো এই সময়ে ঘরে থেকে নিজেদের সহপাঠীদেরও ভুলে গেছেন প্রাথমিকের অনেক শিশু শিক্ষার্থী।

এমনটা যে ঘটতে পারে সেটা আগেই বোঝা যাচ্ছিলো। কারণ, দেশে সাধারণত জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। নতুন বইয়ের পাশাপাশি সহপাঠীদের সঙ্গেও গড়ে ওঠে সখ্যতা।

কিন্তু, গত মার্চে করোনার দাপটে যখন প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়, তখন মাত্র দুই মাস ১৬ দিন নতুন সহপাঠীদের সাথে ক্লাসের সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা। এর ফলে তেমন চেনা-জানার সুযোগ পায়নি শিশু শিক্ষার্থীরা।

রাজধানীর বিভিন্ন স্কলের শিক্ষার্থীদের অনেকের সাথে কথা বললে তারা তাদের সহপাঠী ও শিক্ষকদের নাম বলতে পারেনি অনেকে।৬ষ্ঠ শ্রেণীতে উঠা কয়েকজন শিক্ষার্থীদের দাবী অনেক বছর আগে শিক্ষক ও সহপাঠীদের সাথে মাত্র কয়েকদিন দেখা। এর পরেই বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠান। তাই তাদের সাথে তেমন সক্ষতা হয়ে উঠেনি। 

দীর্ঘ দিনের অনুপস্থিতিতে এক মধুর সমস্যার মুখোমুখি হতে হয় ক্ষুদে শিক্ষার্থীদের।

এ বিষয়ে বিএএফ শাহিন কলেজের কয়েকজন শিক্ষক বলেন, তারাও বিষয়টি লক্ষ্য করেছেন। মহামারীকালে শিক্ষার্থীদের সাথে কিছুটা দুরত্ব তৈরি হয়েছে স্বীকার করে তারা বলেন, এবার অন্তত দুরত্ব কিছুটা কমবে।

শিক্ষক আর সহপাঠীদের সঙ্গে সময়ের দুরত্ব খুব দ্রুতই কেটে গিয়ে প্রতিটি পাঠদান কেন্দ্রে আবারো ফিরে যাবে তার চিরায়ত রূপে, এমন প্রত্যাশাই সব মহলের।

স্বদেশ প্রতিদিন/নিশাদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝