বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ দেশের জনসংখ্যার তুলনায় বেশি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৪:০৯ পিএম আপডেট: ১৪.০৮.২০২১ ৪:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার তুলনায় বেশি। বর্তমানে বাংলাদেশে ৪ কোটি ৮০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছে। বিশ্বে মোট ২৯০ কোটি মানুষ ফেসবুকের সঙ্গে যুক্ত রয়েছে।

গত সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিনিয়োগসংক্রান্ত ভার্চ্যুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হয়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যে বিভিন্ন দেশের জনসংখ্যা উল্লেখ রয়েছে। এতে দেখা যায় বেশ কিছু দেশের জনসংখ্যা বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের চেয়ে কম। যেমন;

১. ইউরোপের দেশ স্পেনে মোট জনসংখ্যা ৪ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন।

২. পোল্যাণ্ডে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৬১১ জন।

৩. ইউক্রেনে ৪ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৭৬২ জন।

৪. রোমানিয়ায় ১ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৬৯১ জন।

৫. নেদারল্যান্ডে ১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৮৭২ জন।

৬. বেলজিয়ামে ১ কোটি ১৫ লাখ।

৭. গ্রীসে ১ কোটি ৪২ লাখ।

৮. পর্তুগালে ১ কোটি ১৯ লাখ।

৯. সুজাইরল্যান্ড ৮৬ রাখ ৫৪ হাজার।

১০. ডেনমার্কে ৫৭ লাখ ৯২ হাজার।

১১. হাঙ্গেরি ৯৬ লাখ ৬৬ হাজার

১২. নরওয়ে ৬৪ লাখ ২১ হাজার

১৩. আয়ারল্যান্ড ৪৯ লাখ ৩৭ হাজার

১৪. বুলগেরিয়া ৬৯ লাখ ৪৮ হাজার

১৫. বেলারুশ ৯৪ লাখ ৪৯ হাজার

১৬. ক্রোয়েশিয়া ৪১ লাখ ৫ হাজার

১৭. আইসল্যান্ড ৩ লাখ ৪১ হাজার

১৮. লুক্সেমবার্গ ৬ লাখ ২৫ হাজার

১৯. স্লোভাকিয়া ৫৪ লাখ ৫৯ হাজার

২০. মলদোভা ৪০ লাখ ৩৩ হাজার

২১. মাল্টা ৪ লাখ ৪১ হাজার

এসব দেশের জনসংখ্যার তুলনায় শুধুমাত্র বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে মোট ১৬ কোটি জনসংখ্যা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝