শুক্রবার ২৯ মার্চ ২০২৪
মাইন্ড সেটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ : সাকিব
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৭:২৮ পিএম
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থকেই নিজের প্রতিভা অনুযায়ী খেলতে পারছিলেন না তিনি। আইপিএল, শ্রীলঙ্কা সিরিজ এমনকি ঘরোয়া লিগেও ব্যাটিং কিম্বা বোলিং, কোনোটাতেই সাফল্য পাচ্ছিলেন না সাকিব আল হাসান। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে ফিরে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যে টানা দুই ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। 

রোববার (১৮ জুলাই) রাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ১০৯ বলে অপরাজিত ৯৬ রান করেন সাকিব। ম্যাচ শেষে তিনি নিজেই জানান এতদিন কোথায় সমস্য হচ্ছিল তার।

সাকিব বলেন, ‘পরিশ্রম তো করতেই হয়। কিন্তু মাইন্ড সেটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি অনেক বেশি চিন্তা করছিলাম। যেটা এই ম্যাচের আগে অনেকটা বদলে ফেলেছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে সাহায্য করেছে এই ম্যাচের আগে ফোকাসটা রাখার জন্য।’

প্রথম ম্যাচে ব্যাট হাতে না পারলেও বল হাতে পাঁচ উইকেট নিয়ে বিশেষ অবদান রেখেছিলেন সাকিব। সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে বল হাতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করলেন অপরিচিত ৯৬ রান। তাই ম্যাচ সেরার পুরস্কারটাও উঠেছে এই অলরাউন্ডারের হাতে।

টাইগার অলরাউন্ডার বলেন, ‘চেষ্টা করব এই ফোকাস যেন ধরে রাখতে পারি। এখন এই অবস্থায় খুব বেশি টেকনিক্যাল সমস্যা হয় না, মানসিক সমস্যাটাই বেশি হয়। মানসিকভাবে নিজের সঙ্গে নিজে জিততে পারলে মনে হয় নিয়মিত রান করা সম্ভব।’

পর পর দুই ম্যাচে দল জেতানোয় বড় অবদান ছিল, সেদিক থেকে খুশি সাকিব। তবে ১৬ জুলাই ৩০ রানে ৫ উইকেট পাওয়া আর আজ ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দেয়া, দুটিকেই সমান বলে মনে করেন সাকিব। ‘কোনোটা থেকে কোনোটা কম না। সবসময় দলে অবদান রাখার চেষ্টা করি। দুই দিনই তা করতে পেরে খুবই খুশি।’

স্বদেশ প্রতিদিন/এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝