শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শেষ দিনে জমজমাট পঞ্চগড়ের পশুর হাট
মো. লিহাজ উদ্দিন, পঞ্চগড় :
প্রকাশ: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৫:৫৩ পিএম
পশুর হাট

পশুর হাট

ঈদুল আযহার বাকী মাত্র দুই দিন। প্রতিবছরের মত এবারো জমে উঠেছে পঞ্চগড়ের পশু হাট। তবে অনলাইন ও গ্রামে গ্রামে ক্রেতারা গরু কেনায় বাজারে আশানুরুপ বেচাকেনা হচ্ছেনা। এতে দুঃশ্চিন্তায় খামারী ও স্থানীয় ব্যবসায়ীরা। গরু বিক্রি না করেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। 

সোমবার (১৯ জুলাই) পঞ্চগড় জেলা শহরের পূর্ব জালাসী ও সদর উপজেলার ফুটকিবাড়ি  হাটে গিয়ে দেখা যায় গরু-ছাগলসহ বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জেলার আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আকারের গরু ও ছাগল নিয়ে এই সব হাটে এসেছেন খামারী ও ব্যবসায়ীরা। তবে বিক্রি নেই বললেই চলে।

কথা হয় রাজনগর হাটে আসা গরু ব্যবসায়ী মিজানের সঙ্গে। তিনি ১৮টি গরু এনেছিলেন হাটে। বিক্রি করতে না পেরে সব গুলোই ফেরত নিয়ে যান। তিনি বলেন, কুরবানীর হাটকে কেন্দ্র করে গরু গুলো চরা দামে কিনেছিলাম। লকডাউনের কারণে এতদিন হাটে তুলতে পারিনি। এখন ঈদের আগে বিক্রি করতে না পারলে লোকসান গুণতে হবে।

একই কথা শোনান জালাল উদ্দীন নামের আরেক ব্যবসায়ী। তিনি ১১ টি গরু এনেছিলেন হাটে। এর মধ্যে মাত্র দুইটি গরু বিক্রি করতে পেরেছেন। তাও প্রত্যাশীত দাম পাননি দাবি তার।  আবুল হোসেন নামের এক গৃহস্থ্য নিজের পালিত ৫টি গরু এনেছিলেন। বিক্রি করেছেন মাত্র একটি। তিনি বলেন, ক্রেতাই আসছেনা, আসলেও প্রত্যাশীতো দামের ধারে কাছেও দাম বলছেনা। ফুটকিবাড়ি হাটের গরু ব্যবসায়ী  জাহাঙ্গীর বলেন,ঈদের শেষ হাট আজ,কিন্তু বেচাবিক্রি তো তেমন হচ্ছেনা।

এদিকে, হাটের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা জারি করেছে কাউকে তা মানতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি না মেনেই হাটে ঘোরাঘুরি করছেন গরু ব্যবসায়ী এবং ক্রেতাসাধারণ। অনেকের মুখেই মাস্ক ছিলনা। কেউ থুতনিতে নামিয়ে রাখছে।

রাজনগর হাটের ইজারাদার মোশারফ হোসেন বলেন, এবার বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা আসেনি। লকডাউনের সময় তারা বিভিন্ন খামার থেকেই গরু সংগ্রহ করেছে। আর স্থানীয় অনেক ক্রেতাই স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে হাটে আসছেনা। তারাও কুরবানীর জন্য বিভিন্ন খামার থেকে গরু কিনছেন।

স্বাস্থ্যবিধির বিষয়ে হাট ইজারাদার বলেন, অনেকেই নির্দেশনা তোয়াক্কা করছেনা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের লোক কাজ করছে। তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন। এতে কেউ মানছেন, আবার কেউ মানছেন না।

স্বদেশ প্রতিদিন/এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝