ঈদ নাটক ‘দুই চাকায় প্রেম’
বিনোদন ডেস্ক
|
![]() ঈদ নাটক ‘দুই চাকায় প্রেম’ ঈদুল আজহা উপলক্ষে গ্রাম্য গল্পে নির্মিত হয়েছে নাটক ‘দুই চাকায় প্রেম’। জাহিদ বাবুল রচিত নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। এতে অভিনয় করেছেন- সেলিম রেজা, শাকিলা আক্তার, খায়রুল আলম টিপু, রাবেল আহমেদ, রুপক মুসলি, কাজল মজুমদার ও কেয়া মনি। নাটকটি প্রসঙ্গে সেলিম রেজা বলেন, নাটকটির গল্প ও নির্মাণ ভালো হয়েছে। আশাকরি নাটকটি দর্শকের বেশ উপভোগ্য হবে। নাটকটির গল্পে দেখা যাবে, হারুর বিয়ে উপলক্ষে তাদের গ্রামে সাইকেল নিয়ে আসেন মামাতো ভাই বাহার। আসার সময় রাস্তায় দেখা হয় শেলী বেগমের সঙ্গে। বাহার তাকে দেখে মুগ্ধ হয়ে যান। এদিকে শেলী বেগম হারুর বিয়ে বন্ধ করতে চান! কারণ মেয়ে প্রাপ্ত বয়স্ক না। কিন্তু কীভাবে বিয়ে বন্ধ করবেন তার কোনো উপায় খুঁজে পান না তিনি! পরে বাহারের কাছে সাহায্য চাইলে একপর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই ঘটনা এগিয়ে যাবে। অ্যাড এশিয়ার ব্যানারে নির্মিত ‘দুই চাকায় প্রেম’ ঈদুল আজহার দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় চ্যানেল নাইনে প্রচার হবে। স্বদেশ প্রতিদিন/নিশাদ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |