লাখেরও বেশি অনলাইন ফার্মেসি বন্ধ করল ইন্টারপোল
আন্তর্জাতিক ডেস্ক :
|
![]() আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল নকল ও অবৈধ ওষুধে সর্বত্র সয়লাব। অনলাইন মার্কেটপ্লেসও ব্যতিক্রম নয়। তারা গ্রাহককে নিয়মিত প্রতারণা করে যাচ্ছে। এসব প্রতারকদের হাত থেকে গ্রাহকদের রক্ষা করতে গত মাসে বিশ্বজুড়ে অন্তত ১ লাখ ১৩ হাজার ওয়েবসাইট ও অনলাইন মার্কেটপ্লেস বন্ধ করে দিয়েছে ৯২টি দেশের কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে বিপুল পরিমাণ ভুয়া কোভিড-১৯ টেস্টিং কিট ও ফেস মাস্ক রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার এক বিবৃতিতে ইন্টারপোলের মহাসচিব জার্গেন স্টক বলেন, মহামারি বহু মানুষকে অনলাইন মাধ্যমে নির্ভরশীল করে তোলার সুযোগে অপরাধীরা এসব নতুন ক্রেতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি আরও বলেন, গত ১৮ মে থেকে ২৫ মে’র মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জব্দ করা মেডিকেল উপকরণগুলোর মধ্যে প্রায় অর্ধেকই ছিল অননুমোদিত কোভিড টেস্টিং কিট। এছাড়া ইতালীয় কর্তৃপক্ষ পাঁচ লাখের বেশি নকল সার্জিক্যাল মাস্ক এবং সেগুলোর উৎপাদন ও প্যাকেজিংয়ে ব্যবহৃত ৩৫টি যন্ত্র উদ্ধার করেছে। কাপড়, অলঙ্কার, খেলনা ও খাদ্যপণ্যের চালানের মধ্যে লুকানো ছিল বিভিন্ন ধরনের নকল ও ভুয়া ওষুধ। উদ্ধার হওয়া মেডিকেল পণ্যগুলোর সর্বমোট মূল্য আনুমানিক ২ হাজার ৩০০ কোটি ডলার। এই কর্মকাণ্ডে জড়িত ২২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্টক বলেন, কিছু কিছু ব্যক্তি জেনেশুনেই এসব অবৈধ ওষুধ কিনছেন। তবে হাজার হাজার ভুক্তভোগী অজ্ঞাসারেই সেগুলো কিনে নিজেদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিতে ফেলছেন। স্বদেশ প্রতিদিন/এস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |