মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
ঈদে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ৭৫ হাজার কোটি অনুদান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মে, ২০২১, ৬:০৪ পিএম
ঈদে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ৭৫ হাজার কোটি অনুদান প্রধানমন্ত্রীর

ঈদে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ৭৫ হাজার কোটি অনুদান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকায় বেসরকারি (নন-এমপিওভুক্ত) প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রায় ৭৫ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ হাজার ১৮৪ কোটি টাকাসহ মোট ৭৪ হাজার ৮১৭ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেন তিনি।

অনুদান থেকে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রত্যেক শিক্ষককে পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝