বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
আবারো নার্ভাস নাইন্টিজের শিকার তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ মে, ২০২১, ২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ করে আউট হয়েছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় টেস্টে সেই হতাশা ঝেড়ে ফেলে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তিনি। তবে এবারো সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন দেশসেরা ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। মুমিনুল হক ৩০ ও মুশফিকুর রহিম ০ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও সাইফ হাসান। প্রথম টেস্টের মত এ ম্যাচেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তামিম। অন্যপ্রান্তে ধরে খেলে রান করতে মনোযোগী ছিলেন সাইফ।

দলের রান যখন ৬১, তখন ক্যারিয়ারের ৩১তম ফিফটি পূরন করেন তামিম। অর্ধশতকের পথে ৫৭ বল খেলেন দেশসেরা ওপেনার। দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তারের পথে বাংলাদেশ, তখনই জয়বিক্রমার বলে স্লিপে ক্যাচ দেন সাইফ। এর আগে তিনি করেন ২৫ রান।

সাইফের জায়গায় নেমে দলের হতাশা বাড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি টিকতে পারেন মাত্র ৪ বল। রানের খাতা খোলার আগেই আউট হন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। লাঞ্চ বিরতির ঠিক আগের বলে ক্যাচ আউট হন শান্ত।

এরপর তামিম-মুমিনুল মিলে দলের স্কোর দেড়শোর কোঠা পার করেন। সবাই যখন ধরেই নিয়েছিল যে তামিম সেঞ্চুরি পেতে যাচ্ছেন, তখনই জয়বিক্রমার বলে থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৫০ বলে করেন ৯২ রান। 

এর আগে তৃতীয় দিন সকালে ৭ উইকেটে ৪৯৩ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন নিরোশান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস।

তাসকিনের বলে ৩৩ রান করা মেন্ডিস আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা দেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। অন্যপ্রান্তে ডিকওয়েলা ৭৭ রানে অপরাজিত ছিলেন। চার উইকেট শিকার করে প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার তাসকিন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝