রাইড শেয়ারিং চালুর দাবিতে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
|
![]() সংগৃহীত ছবি রাইড শেয়ারিং অ্যাপ সার্ভিস চালু করার দাবি জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে মোটরসাইকেল চালকরা। বুধবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ও খিলক্ষেতে মোটরসাইকেল চালকরা এ বিক্ষোভ করেন। তারা দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। বিক্ষোভকারী মোটরসাইকেল চালকরা বলেন, সরকারকে দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু করতে হবে। আমরা মানবেতর জীবন যাপন করছি। আমাদের একমাত্র আয়ের উৎস রাইড শেয়ারিং সার্ভিস। সেটি বন্ধ করে দেওয়ায় আমরা এখন বেকার। রাস্তায় যাত্রী নিয়ে বের হলে পুলিশ মামলা দেয়। দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু এবং অহেতুক মামলা বন্ধ করতে আমরা সরকারের কাছে আবেদন করছি। বিক্ষোভের বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দীন বলেন, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে মোটরসাইকেল চালকরা বিক্ষোভ র্যালি নিয়ে শান্তিনগরে এসে রাস্তা অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা মগবাজার এলাকায় অবস্থান করছেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |