শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
|
![]() শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের শ্রীপুর কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এতে দুই পক্ষের আহতরা হলেন, বাচ্চু মিয়া (৩০), আনোয়ার হোসেন (৫৫) ও আক্তারুজ্জামান (৪৫),আতিক হাসান (২২) ও রতন মিয়া (৩৫)। গুরুতর আহত বাচ্চু মিয়া ও আকতারুজ্জামানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধামলই মৌজায় সাড়ে ১৭ শতাংশ জমি নিয়ে আক্তারুজ্জামানের সাথে সাইফুল ইসলাম পরিবারের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ জমিতে সোমবার বেলা সাড়ে দশটায় আক্তারুজ্জামান তার লোকজন নিয়ে জমিতে গেলে সাইফুল ইসলাম এসে বাধা দেয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৫জন আহত হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |