আজকের বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
|
![]() প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত ছবি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশের পেছনে গত ১২ বছরের নিরলস পরিশ্রম রয়েছে। এই অর্জনে দেশের মানুষ কাজ করেছেন। সরকার নীতি ও পারস্পরিক সহযোগিতা করেছে। একযুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে এ প্রেস কনফারেন্স (ভার্চ্যুয়ালি) আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমি আল্লাহ কাছে প্রার্থনা করতাম কখন দেশ চালানোর সুযোগ পেলে গ্রামের মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করবো। কারণ দেশের ৮০ ভাগ মানুষ বসবাস করেন গ্রামে। ১৯৯৬ সালে জনগণের রায়ে আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে। তখন থেকেই দেশের অবকাঠামো থেকে বিভিন্ন সেক্টরে উন্নয়নে কাজ করেছি। ওই সময় কৃষি উৎপাদনের উপর জোর দিয়েছি, দেশকে খাদ্য স্বয়ংসম্পর্ণ করেছি। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পরবর্তী সময়ে যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, তারা দেশের মানুষের জন্য পুরনো কাপড় বিদেশ থেকে নিয়ে আসতেন। গ্রাম উন্নয়নে শাসকরা এগিয়ে আসেনি। মানুষের হাতে কাজ ছিল না। সারা দিন কাজ করে দু’মুঠো চাল কিনে ঠিকমত ভাত খেতে পেতেন না। জনগণ এসব বঞ্ছনার কথা কাউকে বলতে পারতেন না।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |