মহাসড়কের পাশে বর্জ্য অপসারণ করায় জরিমানা
আব্দুল আজিজ, শ্রীপুর প্রতিনিধি
|
![]() মহাসড়কের পাশে বর্জ্য অপসারণ করায় জরিমানা গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বর্জ্য ফেলায় ৭ জনকে জরিমানা করেছে সড়ক বিভাগের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন জানান, সম্প্রতি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন অংশে বর্জ্য অপসারন করায় পথচারীদের দুর্ভোগ তৈরী হয়েছে। এসব স্থানে বর্জ্য অপসারণ বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাইওয়ে এ্যাক্ট অনুযায়ী সাত জনকে আর্থিক দন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, বর্তমানে মহাসড়কের গাজীপুর অংশে নজরদারী বাড়ানো হয়েছে যেন আর কেউ বর্জ্য ফেলতে না পারে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের স্টেট অফিসার কামরুজ্জামান সহ গাজীপুর সড়ক বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |