শুক্রবার ২৯ মার্চ ২০২৪
জাপানের প্রকৌশল কর্মক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার ও প্লেসমেন্ট সেন্টারের সাফল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৯ পিএম
জাপানের প্রকৌশল কর্মক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার ও প্লেসমেন্ট সেন্টারের সাফল্য

জাপানের প্রকৌশল কর্মক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার ও প্লেসমেন্ট সেন্টারের সাফল্য

বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার পথপ্রদর্শক, দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে  র্যাংকিং এ প্রথম স্থান  অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটি,  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয় এর মধ্যে বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ারস ট্রেনিং (বিজেইটি) প্রোগ্রামের অংশ হিসেবে গত ২৪ ফেব্রুয়ারি একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। বাংলাদেশী প্রকৌশলীদের জন্য জাপানের চাকুরিবাজারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবং জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সুদৃঢ়করনের অংশ হিসেবে এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। এ চুক্তি অনুসারে জাপানের চাকুরিবাজারে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রতি বছর আশি জন শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রদান করবে মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। এ প্রশিক্ষন কালের প্রথম ছয় মাস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তি তিন মাস জাপানে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে তারা জাপানের চাকুরিক্ষেত্রে প্রবেশের সরাসরি সুযোগ পাবেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ গোলাম সারওয়ার। জাইকা বাংলাদেশ এর পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন জাইকা বিশেষজ্ঞ জনাব ইউকি মরিশিতা, জনাব তাকেও উজাওয়া এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি জনাব ইউহো হায়াকাওয়া।  

চুক্তিতে সাক্ষর করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব পার্থপ্রতিম দেব, জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর কেইসুকে মুরাকামি। প্রত্যক্ষদর্শী হিসেবে অনুষ্ঠানে সাক্ষর প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার এবং প্লেসমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খসরু মিয়া এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির। 

উক্ত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে বক্তৃতা রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন ।

এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. জাবেদ বারী। অপরদিকে মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভার্চুয়ালি জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর তোয়োমু ইকেনোউই। অনুষ্ঠানটিতে চুক্তি সাক্ষর শেষে সমাপনি বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিরেক্টর জনাব মোহাম্মদ এনামুল কবির। সম্পুর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোহাম্মদ জোবায়ের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝