স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এম. উমর ফারুক’র জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
|
![]() কেক কেটে স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এম. উমর ফারুক’র এ জন্মদিন উদযাপন স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এম. উমর ফারুক’র আজ জন্মদিন। আজ ২৪ ফেব্রুয়ারি (বুধবার) রাতে গুলশান-২ এ স্বদেশ প্রতিদিনের প্রধান কার্যালয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে এ জন্মদিন উদযাপন করা হয়েছে । এম. উমর ফারুককে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনা জানান পত্রিকাটির সম্পাদক রফিকুল ইসলাম রতন। এসময় উপস্থিত থেকে শুভকামনা জানান বার্তা সম্পাদক মাহাবুব আলম, চীফ রিপোর্টার হরলাল রায় সাগর, সিনিয়র রিপোর্টার জোনায়েদ মনসুর, সহকারী সম্পাদক মোস্তাফিজ বুলবুল, সহ-সম্পাদক সোহেল রানা, মফস্বল সম্পাদক নুরুল ইসলাম নিরব, সম্পাদনা বিভাগের প্রধান মোস্তাক আহমেদ,সম্পাদনা সহকারী মিশার আহমেদ, সহ সম্পাদক(অনলাইন) শাহাদাত হোসেন নিশাদ, বিজ্ঞাপন বিভাগের প্রধান সাইফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মোকাররম হোসেন শুভ, সার্কুলেশন ম্যানেজার কাউসার আল হাবীব, কম্পিউটার ইনচার্জ রাকিব ভূঁইয়া ও আনোয়ারসহ কর্মস্থলের সকল সহকর্মীরা। সংক্ষিপ্ত ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, এম. উমর ফারুকের জন্মদিনে তার দ্বীর্ঘায়ু ও সাফলতা কামনা করছি। সে আমার পরম স্নেহের। জন্মদিন পালন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে এম. উমর ফারুক বলেন, আমি সত্যিই মুগ্ধ এবং আনন্দিত। সহকর্মীরা আমাকে এতোটাই ভালোবাসে যা আমি কল্পনাও করতে পারিনি। তবে আমি আমার সহকর্মীদের যেমন ভালোবাসি এ ভালোবাসা সারাজীবন অব্যহত থাকবে। আমি সকলের মঙ্গল কামনা করি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |