সিরাজগঞ্জে সন্ত্রাসী হবিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধি
|
সিরাজগঞ্জে সন্ত্রাসী হবিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী হাবিবর রহমান হবিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী বলেন, শীর্ষ সন্ত্রাসী হবিবর রহমান হবির অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি বিভিন্ন সময়ে স্থানীয়দের কাছে চাঁদাদাবী করেন। চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। শুধু তাই নয় সাধারন মানুষের উপর হামলার ঘটনা ও ঘটিয়ে থাকেন। এবং চাঁদা না দেয়ায় দোকানপাটে পরিকল্পিত ভাবে আগুনে দেয় তিনি। তাকে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান বক্তরা। এ সময় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, উজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার, দুর্গা নগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শিহাব উদ্দিন, পৌর যুবলীগের শাহাদত হোসেন সহ আরো অনেকে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, হবিবর রহমান হবি একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে উল্লাপাড়া ও কামারখন্দ থানায় হত্যা, ডাকাতী সহ ৭ টি মামলা রয়েছে। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |