জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুষ্কৃতকারীদের হামলার জের তালা ভেঙ্গে শিক্ষার্থীদের হলে অবস্থান
ইখতিয়ার মাহমুদ, জাবি প্রতিনিধি
|
![]() জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুষ্কৃতকারীদের হামলার জের তালা ভেঙ্গে শিক্ষার্থীদের হলে অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুষ্কৃতকারীদের হামলার জেরে শুক্রবার বিকেল থেকে রাত অবধি সৃষ্ট সংঘর্ষে শতাধিক ছাত্র অাহত হয়েছে এবং গেরুয়া এলাকায় মেসে অবস্থানকারী অনেক শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়ে।ফলে শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবীসহ জাবি প্রশাসনকে হল খোলে দেওয়ার আলটিমেটাম দেয় এবং দুপুর ১২.৩০ থেকে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা হল গেইটের তালা ভেঙ্গে হলে অবস্থান নেয়। সরেজমিনে জানা যায়, গত শুক্রবার বিকেল থেকে রাত ১টার পর অবধি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়ার স্থানীয় লোকজনের সাথে জাবি শিক্ষার্থীদের চলে দফায় দফায় সংঘর্ষ। কিছুদিন পূর্বে ক্রিকেট খেলাকে সৃষ্ট কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার জন্য সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলল স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা জানিয়েছেন। সংঘর্ষ চলাকালে ছাত্রদের ৪/৫ টি মোটরবাইক ও গেরুয়া বাজারের কিছু দোকানপাট ভাংচুর করা হয়। শিক্ষার্থীরা জানায়, ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তাদের ওপর হামলাসহ গুলিবর্ষণ করা হয়।এতে শতাধিক শিক্ষার্থী মারাত্মক অাহত হয়েছে।অাহতদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও হামলার শিকার হওয়া অাহত অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। স্থানীয়রা দাবী করেন,ক্রিকেট খেলায় কিছু স্থানীয় লোকজনের সাথে সৃষ্ট ঝামেলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু কর্মীর চাঁদা দাবী করাকে কেন্দ্র করে কিছু দিন অাগে থেকেই স্থানীয় নজরুল ইসলামের সাথে ছাত্রলীগের বাদানুবাদ চলে যা শেষ পর্যন্ত সংঘর্ষে গড়ায়।এসময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবীকে এগিয়ে অাসতে বললে পরিস্থিতি অার ও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাবি প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।এক পর্যায়ে পুলিশের উপস্থিতে মধ্যরাতে পরিবেশ শান্ত হয়। এরপর শনিবার সকাল থেকে বিক্ষোব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়।এসময় ছাত্রদের নিরাপত্তার জন্য হল খুলে দেওয়া, সন্ত্রাসীদের বিচার, অাহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা সহ ৪ দফা দাবীতে অালটিমেটাম দেয় শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি ভবনের সামনে অবস্থান শেষে তালা ভেঙ্গে হলে প্রবেশ করে। এ দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় অাহতদের ব্যয়ভার বহনসহ অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।মিছিল, জমায়েত ও হলের তালা ভাঙ্গাকে সিন্ডিকেটের সীদ্ধান্ত পরিপন্থী বলে উল্লৈখ করা হয়।এছাড়া ও সরকারের নির্দেশনা অনুযায়ী হলে খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিন্ডিকেট সভায় জানানো হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের ওপর এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন,ছাত্র ফ্রন্ট।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |