তামিল অভিনেতা ইন্দ্র কুমারের আত্মহত্যা
বিনোদন ডেস্ক
|
![]() তামিল অভিনেতা ইন্দ্র কুমারের আত্মহত্যা তামিল অভিনেতা ইন্দ্র কুমার আর নেই। গতকাল বৃহস্পতিবার চেন্নাইয়ে এ টিভি অভিনেতা আত্মহত্যা করেন। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুর বাসায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইন্দ্র। আগের রাতে বন্ধুর বাড়িতে সিনেমা দেখতে গিয়েছিলেন এ অভিনেতা। পরে তিনি কক্ষে প্রবেশ করেন, কিন্তু সকালে তাঁকে বের হতে দেখা যায়নি। ইন্দ্র কুমার যে ঘরে ছিলেন, সেখান থেকে কোনো সাড়া পাওয়া না গেলে তার বন্ধু সেখানে প্রবেশ করেন এবং দেখেন, ইন্দ্রের দেহ সিলিং ফ্যানে ঝুলছে। এরপর অভিনেতার বন্ধু পুলিশকে খবর দেন এবং পরে পুলিশ ইন্দ্রের মরদেহ উদ্ধার করে। পত্রপত্রিকার খবর, ইন্দ্র কুমার পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী ও এক পুত্রসন্তান রয়েছে। ইন্দ্র সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলেন না। ইন্দ্র কুমারের রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |