করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
|
![]() করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৬৬ জন দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন হয়েছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |