বাইডেনের শপথ ঘিরে সতর্ক ওয়াশিংটন
ডেস্ক রিপোর্ট
|
![]() সংগৃহীত ছবি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন জো বাইডেন। এই অনুষ্ঠানের আগে নিরাপত্তার স্বার্থে লকডাউন করা হয়েছে ওয়াশিংটন ডিসি। সংবাদ সংস্থা এপি এই তথ্য জানায়। মূলত ৬ জানুয়ারির ক্যাপিটল হিলের হামলা ও ভয়াবহতার ঘটনাকে মাথায় রেখেই এ লকডাউন ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, তারা শুধু বাহ্যিক হুমকি নিয়েই চিন্তিত নন। বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের অভ্যন্তরীণ আক্রমণ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করছেন। ওয়াশিংটনজুড়ে ২৫ হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য পাহারার দায়িত্বে আছেন। ট্যাংক এবং কংক্রিট দিয়ে রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে জাতীয় মার্কেটগুলো। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ১২ জন ন্যাশনাল গার্ডকে সুরক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হবে। কারণ, তারা ৬ জানুয়ারির হামলার ঘটনাসংক্রান্ত পোস্টে বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরে। আমেরিকার এই ৪৬তম মার্কিন নির্বাচনকে ঘিরে প্রথম থেকেই চলছে বিভ্রান্তি। মার্কিন ইতিহাসের প্রথম ৭৮ বছর বয়সী কোনো ব্যক্তি প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। আর তার বিপক্ষে থাকা ডোনাল্ড ট্রাম্প দুইবার অভিশংসন আর ক্যাপিটাল হিলের হামলার সমালোচনা নিয়ে বিদায় নিচ্ছেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |