ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
|
![]() ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ দেশের চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া অস্থায়ীভাবে অংশকি মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিভাগগুলো হলো- ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে আরো জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গল জেলায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এবং নেত্রকোনায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |