গাজীপুরে ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ
সাদিকুর রহমান, জয়দেবপুর প্রতিনিধি
|
![]() গাজীপুরে ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত, নিহত শ্রমিককে ১৫ লাখ টাকা তিপূরণ দেওয়াসহ ১২ দফা দাবিতে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জয়দেবপুর থানা কমিটি। "শ্রমিকরা নগরায়নে অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ শ্রমিকদের পেশাগত ঝুঁকি অনেক। কিন্তু দুর্ঘটনা ঘটলে ন্যূনতম তিপূরণও তারা পায় না। এখন সময় এসেছে নির্মাণ শ্রমিকদের নিয়ে ভাবার।" এমনটাই বলছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর জয়দেবপুর শাখা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শেখ মধু। উক্ত সমাবেশে শ্রমিকদের অন্য দাবিগুলো হলো- আজীবন পঙ্গুত্ব হওয়া শ্রমিকদের ২০ লাখ টাকা তিপূরণের বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, নির্মাণ শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে বাজেটে বরাদ্দ, শ্রমিকদের জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠন সহ কর্মস্থলে শ্রমিকদের কাছে চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ, সরকারিভাবে নির্মাণ শ্রমিকদের প্রশিণ, সরকারি উদ্যোগে শ্রম ছাউনি নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সম-মজুরি নিশ্চিত করা ও নির্মাণ শ্রমিকদের জন্য রেজিস্ট্রার খাতা রাখার বিধান বাস্তবায়ন করতে হবে। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর কার্যালয়ে সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় এক সমাবেশে এসব দাবি জানান শ্রমিক নেতারা। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- জয়দেবপুর শাখা (ইনসাব) এর সাধারন সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এলাহী বক্স সহ সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য শ্রমিকবৃন্দ।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |