পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের
ডেস্ক রিপোর্ট
|
![]() ফাইল ছবি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় ২০২০-২১ মৌসুমের লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে নবাগত উত্তর বারিধারা ক্লাব। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টসে। দেখা যাবে ফেসবুক ও ইউটিউবেও। জয় দিয়েই যাত্রা শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ উত্তর বারিধারাও ছেড়ে দেবে না। জয় দিয়ে তারাও সূচনা করতে চায়। প্রথম রাউন্ডে ১৩টি দলের মধ্যে ১২টি দলই মাঠে নামছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে, শুধু মুক্তিযোদ্ধা সংসদ থাকবে বিশ্রামে। এবারের লিগে ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম টঙ্গির আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জেনে নিন প্রিমিয়ার লিগের প্রথম পর্বের প্রথম রাউন্ডের সূচি বসুন্ধরা কিংস বনাম উত্তর বারিধারা ১৩ জানুয়ারি, বুধবার বিকেল ৪টা আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশ পুলিশ ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টা শেখ রাসেল ক্রীড়াচক্র বনাম ব্রাদার্স ইউনিয়ন ১৫ জানুয়ারি, শুক্রবার রাত ৮টা সাইফ স্পোর্টিং ক্লাব বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ১৬ জানুয়ারি, শনিবার রাত ৮টা আরামবাগ ক্রীড়া সংঘ বনাম মোহামেডান স্পোর্টিং ১৭ জানুয়ারি, রোববার রাত ৮টা শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম চট্টগ্রাম আবাহনীর ১৮ জানুয়ারি, সোমবার বিকেল ৪টা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |