ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
|
![]() বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।“ এছাড়াও তিনি স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে যথাযথ মর্যাদার সঙ্গে দিবসটি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেই থেকে এই দিনটিকে ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করা হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |