বাংলাদেশ সফরের আগেই করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার
ডেস্ক রিপোর্ট
|
![]() ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড বাংলাদেশ সফরে আসার আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। সেই জন্য তার পরিবর্তে ক্যারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে কিয়ন হার্ডিংকে। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। শুক্রবার (৮ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের দেওয়া শর্তাবলী অনুসারে, রোমারিও গায়ানায় আইসোলেশনে থাকবে। দুর্ভাগ্যবশত তা দলের সফরের আগে শেষ হবে না। তবে সফরকারী দলের অন্যান্য সদস্যদের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে বলে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |